নিলামে সাকিবকে বাদ দিয়ে চমকে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

আইপিএল ২০২৪-এর নিলামের দ্বিতীয় দিনটি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য হয়ে উঠল হতাশার একটি অধ্যায়। সবচেয়ে বড় ধাক্কাটি এলো সাকিব আল হাসানের নাম নিলামে না ওঠা নিয়ে। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল এই অলরাউন্ডারের প্রতি এমন উপেক্ষা ভক্তদের হতবাক করেছে।
আইপিএলের মঞ্চে সাকিব বরাবরই ছিলেন বাংলাদেশের উজ্জ্বল প্রতিনিধি। তার অসাধারণ পারফরম্যান্স বহু ম্যাচে দলকে এনে দিয়েছে জয়। অথচ এবার তার নামই নিলামে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, এক্সিলারেটেড রাউন্ডে ডাক উঠলেও দল পাননি মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি এবং রিশাদের ৭৫ লাখ, কিন্তু তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।
সাকিব ছাড়াও নিলামে ডাকা হয়নি মেহেদী হাসান মিরাজসহ আরও অনেক বাংলাদেশি ক্রিকেটারের নাম। এমনকি তাদের অনুপস্থিতির পাশাপাশি কেন উইলিয়ামসন, পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসির মতো তারকারাও দল পাননি।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই নিলামে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ছিল মাত্র ৭০টি জায়গা। ৫৭৭ জন খেলোয়াড়ের মধ্যে এত কম সুযোগ থাকা মানেই প্রতিযোগিতা ছিল তীব্র। তবে, সাকিবের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রতি এমন উপেক্ষা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি অশনি সংকেত।
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিয়মিত দল না পাওয়া কি শুধুই পারফরম্যান্সের কারণে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশলগত কারণ? এ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ভক্তরা আশা করছেন, ভবিষ্যতে সাকিবসহ অন্য ক্রিকেটাররা আবারও এই মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন।
শেষ পর্যন্ত, এই নিলাম বাংলাদেশের ক্রিকেটের জন্য যে বার্তাটি দিয়ে গেল, তা হলো—নিজেদের আরও প্রস্তুত করতে হবে, সুযোগ নিজের করে নিতে হবে।
জাগতিক / জেএএস
মন্তব্য করুন