মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর নিয়ে এলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেও অব্যবহৃত ডেটা ফেলে যেতে হবে না। ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধার মাধ্যমে সেই ডেটা পরবর্তী প্যাকেজে ব্যবহার করা যাবে।
গতকাল রোববার বিটিআরসির এক নির্দেশনায় জানানো হয়েছে, মোবাইল অপারেটররা গ্রাহকদের জন্য আরও নমনীয় ও বহুমুখী ডেটা প্যাকেজ আনতে পারবে। আগে প্যাকেজের সংখ্যা ৪০টি ও মেয়াদ নির্দিষ্ট থাকলেও এবার সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে:
১. নিয়মিত প্যাকেজ: যা সব গ্রাহকের জন্য উন্মুক্ত।
২. বিশেষ প্যাকেজ: নির্দিষ্ট গ্রাহকদের ব্যবহারের ধরন অনুযায়ী তৈরি।
৩. পরীক্ষামূলক প্যাকেজ: বাজার যাচাইয়ের জন্য বিশেষভাবে তৈরি প্যাকেজ।
এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী ঘণ্টাভিত্তিক ও ১ থেকে ৩ দিনের মেয়াদী প্যাকেজ চালু করার সুযোগও দেওয়া হয়েছে।
ঘণ্টাভিত্তিক ও সীমিত মেয়াদের প্যাকেজের সর্বোচ্চ সীমা:
• প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি।
• এক দিনে ৩ জিবি।
• দুই দিনে ৫ জিবি।
• তিন দিনে ৮ জিবি।
গ্রাহক যেন নিজের পছন্দমতো প্যাকেজ বেছে নিতে পারে, সেজন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ এবং মেয়াদহীন (আনলিমিটেড) প্যাকেজের সুবিধাও থাকছে। তবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টাভিত্তিক প্যাকেজ বিক্রি করা যাবে না।
বিটিআরসি আরও জানিয়েছে, কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে তা জানাতে হবে।
এই নতুন নির্দেশনা মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের আরও সুবিধাজনক অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
জাগতিক/ আফরোজা