logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধনের দাবি বার সভাপতির
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার আপিল শুনানি আজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে আনার জন্য করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ৩ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিলের শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই শুনানির ধারাবাহিকতায় আজ আবার এই আপিলের শুনানি হবে। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্রথম দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, যারা রিট করেছিলেন, তারা জনস্বার্থে করার দাবি করলেও মূলত এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। তিনি যুক্তি দেন, রিটকারীদের এমন রিট করার অধিকার ছিল না, কারণ এটি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকা একটি বিষয় ছিল। শুনানিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন এখনো নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেনি, অথচ এর আগেই রিট করা হয়েছে। এসব যুক্তি আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত নির্বাচন কমিশন ও অন্যপক্ষকে পরবর্তী শুনানির জন্য প্রস্তুত হয়ে আসতে বলেন। প্রসঙ্গত, গত ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার অনুমতি দেয়। এরপর আপিল বিভাগে নতুন আপিলকারী স্থলাভিষিক্ত করে শুনানি চালানোর সিদ্ধান্ত হয়। জামায়াতের নিবন্ধন সংক্রান্ত এই আপিলের শুনানিতে প্রতীকের বিষয়ও আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। তিনি আশা প্রকাশ করেন, আপিল মঞ্জুর হলে নিবন্ধনের পাশাপাশি প্রতীক ব্যবহারের অনুমতিও পাওয়া যাবে।  
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা / খালেদা জিয়ার আপিলের শেষদিনের শুনানি চলছে
“জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা” / খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু
সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার 
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম আদালতের ১,৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া। আইনজীবীরা বলছেন, হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। ওই নথিগুলো আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হলো। সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া বলেন, কে বা কারা ১ হাজার ৯১১ মামলার সিডি নিয়ে গেল বুঝতে পারছেন না।  গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এত দিন বারান্দায় কেন রাখা হয়েছিল, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না। কক্ষ চাওয়া হয়েছিল। আমার কক্ষটি নথিতে ঠাসা হয়ে আছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা ১ হাজার ৯১১ মামলার নথি হারানোর ঘটনায় করা জিডির বিষয়ে তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত, কোতোয়ালি মোড়ে অবস্থিত চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয় অবস্থিত। এটির পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসকামরা। আশপাশে অন্য বিচারকের এজলাস। দিনভর আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণে মুখর থাকে আদালত ভবন।  এমন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার থাকার কথা। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে বিস্মিত হয়েছেন অনেকেই। পিপির কার্যালয়ের সামনে আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১ মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত আইনজীবীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন তারা। জাগতিক/ আফরোজা      
সাইবার সুরক্ষা / অধ্যাদেশ প্রণয়নে সব অংশীজনের অংশগ্রহণ ও স্বচ্ছতার আহ্বান ২৭ নাগরিকের নিন্দা
সাইবার সুরক্ষা অধ্যাদেশটি নাগরিকদের অংশগ্রহণ ও স্বচ্ছতার ভিত্তিতে প্রণয়ন না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাতিল হওয়া সাইবার নিরাপত্তা আইন, আইসিটি আইনের ৫৭ ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নের শিকার ২৭ নাগরিক। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই নিন্দা জানান। এতে বলা হয়, আমরা ২৭ জন নিম্নস্বাক্ষরকারী সাইবার নিরাপত্তা আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বাতিল ৫৭ ধারা এবং বাতিল ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নের শিকার প্রতিবাদী ভুক্তভোগী উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশটি নাগরিকদের অংশগ্রহণ ও স্বচ্ছতার ভিত্তিতে প্রণয়ন না করার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী শিক্ষার্থী-জনতা স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করেছে। প্রায় দুই হাজারের ওপর শহীদ ও ২০ হাজারের ওপর আহত বিপ্লবী সাধারণ জনতা খুনি হাসিনা সরকার কর্তৃক মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে বাংলাদেশের জন্য এনেছে নতুন স্বাধীনতার স্বাদ। বাংলাদেশের জনগণের স্বাধীনতা, মুক্তি ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে জনতার আত্মত্যাগের মাধ্যমে শপথ নেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আরোহণ করেছে। তাই জনগণের প্রত্যাশা এই যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব অংশীজনের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক আলোচনা করে জনবান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন করবে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের নাগরিকরা লক্ষ করছে যে উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রণয়ন এবং উপদেষ্টামণ্ডলী কর্তৃক অনুমোদনের ক্ষেত্রে সব অংশীজনের অংশগ্রহণের অভাব ও আইন প্রণয়নে স্বচ্ছতার ঘাটতি রয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত। অনুমোদন করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় নিম্নোক্ত সমস্যাগুলো পরিলক্ষিত হয়েছে: ১। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রণয়নের ক্ষেত্রে সব অংশীজনের অংশগ্রহণ ও পর্যাপ্ত আলোচনার ব্যতিরেকে উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন করা হয়েছে, যা 'আইনের শাসন'র ব্যত্যয়। এভাবে গোপনভাবে আইনের খসড়া প্রণয়নের সঙ্গে খুনি হাসিনার অপশাসনকালের আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট সংস্কৃতির গুণগত কোনো প্রকার পার্থক্য নেই। ২। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তাকারী বিশেষ উপদেষ্টা আইনের পুরো খসড়া জনগণের কাছে প্রকাশ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অধ্যাদেশের কিছু ধারা নিয়ে বিতর্কিত পোস্ট দিয়েছেন, যা ইতোমধ্যে অংশীজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অপেশাদার আচরণ অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য, যা জবাবদিহিতার দাবি রাখে। ৩। সাইবার নিরাপত্তা আইনের কিছু বিতর্কিত ধারা বাতিল এবং শাস্তি কমানো ছাড়া অনুমোদিত অধ্যাদেশের খসড়ার সঙ্গে বিলোপ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মৌলিক তেমন কোনো পার্থক্য নেই। বরং ধারা ৮-এর উপধারা ১ এবং ২-তে জাতীয় সংহতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালককে দেওয়া হয়েছে, যা একজন নাগরিককে এই বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়ার বৈষম্যমূলক পথ তৈরি করবে। এই ধরনের পদক্ষেপ ভিন্নমত দমনে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করে। অধ্যাদেশটি পড়ে যা বোঝা যাচ্ছে—এখন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের চাকরিরত কর্মকর্তারা দেশের সংহতি, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির সংজ্ঞা নির্ধারণ করবেন এবং এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে বিগত সরকারগুলো দ্বারা তৈরি করা আইনের সঙ্গে এই আইনের তো তেমন কোনো পার্থক্যই থাকছে না। ৪। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলে সরকারের মন্ত্রী, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আধিক্য, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং ডিএসএ বা সিএসএ আইনে অনিষ্পন্ন মামলাগুলো চলমান থাকা ইত্যাদি নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনেরই ধারাবাহিকতা। ৫। সব অংশীজনের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক আলোচনা না করে প্রস্তাবিত আইনের খসড়া প্রণয়ন করায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সুস্পষ্ট করা হয়নি। যেমন: সাইবার অপরাধের প্রকারভেদ, অনলাইন যৌন নির্যাতন, সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং, ব্যক্তিগত তথ্য ইত্যাদি। এ ছাড়াও বেশ কিছু বিষয়, যেমন: সেবা প্রদানকারীকে দায়ী না হওয়া, বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতির সুনির্দিষ্ট মানদণ্ড, সাইবার নিরাপত্তা কাঠামো ইত্যাদি উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদিত অধ্যাদেশে অনুপস্থিত। ৬। উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত অধ্যাদেশের খসড়া প্রস্তুতকারীরা সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ ও কন্টেন্ট ব্যবস্থাপনা—এই তিনটি বিষয়ের মধ্যে তালগোল পাকিয়ে একটি বিভ্রান্তিমূলক খসড়া উপদেষ্টা ও জনগণের সামনে উপস্থাপন করেছেন। ৭। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা আইন বা নীতিমালা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন বা নীতিমালা, ব্লকচেইন আইন বা নীতিমালা, ওটিটি নীতিমালা ইত্যাদি নিয়ে উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত অধ্যাদেশে বিস্তারিত ধারা না থাকায় ভবিষ্যতে উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত অধ্যাদেশের সঙ্গে উপরোক্ত আইন বা নীতিমালাগুলো সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে। ৮। উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত অধ্যাদেশের সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপট ও নীতিমালার অগ্রগতিকে ধারণ করে না। এ বছরের ২২ সেপ্টেম্বরে জাতিসংঘের সামিট অব দ্য ফিউচারে ঘোষিত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (জিডিসি) এবং ২৪ ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হওয়া ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট সাইবার-ক্রাইমের নীতিমালাগুলো উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদিত অধ্যাদেশে অনুপস্থিত এবং এই অনুপস্থিতি সৃজনশীল উদ্যোক্তা এবং উদ্ভাবকদের সৃজনশীলতা ব্যাপকভাবে ব্যাহত করবে। যেহেতু বাংলাদেশের নাগরিকরা জুলাই গণঅভ্যুত্থানের মর্মকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে, সেহেতু উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রণয়নের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো সুবিবেচনার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। সাইবার আইনে নানা সময়ে নানানভাবে প্রতিবাদী ভুক্তভোগী হিসেবে আমরা আশা করি যে একটি অবাধ, সুষ্ঠু, নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার কর্তৃক সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ ভবিষ্যতে সব ধরনের আইন জনগণের সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত পর্যালোচনার ভিত্তিতে প্রণয়ন করে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ওই ২৭ জন হলেন—বন্দিনী পুনর্বাসন উদ্যোগের ইশরাত জাহান রেইলি, ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ, ফেনীর শিক্ষার্থী সাইদুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিলা ঝুমা, বরগুনার সাংবাদিক জামাল মীর, পটুয়াখালীর শিক্ষক নুসরাত জাহান সোনিয়া, রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহী, ঢাকার সাংবাদিক রুদ্র ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, খুলনার সাংবাদিক আবু তৈয়ব, ময়মনসিংহের ভালুকার শিক্ষার্থী মোহাম্মদ ইমন, সুনামগঞ্জের সাংবাদিক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, ঢাকার সাংবাদিক অধরা ইয়াসমিন ও মুমিতুল মিম্মা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরা, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের পিএইচডি গবেষক মাইদুল ইসলাম, রংপুরের সাংবাদিক আফরোজা সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, মালয়েশিয়ার শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক এ কে এম ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন, চট্টগ্রামের মানবাধিকারকর্মী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, নওগাঁর সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদ, ঢাকার গবেষক ও সাংবাদিক বায়জিদ আহমেদ, ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার ও সদস্য সচিব প্রীতম দাশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক ও ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের সদস্য দিদারুল ভূঁইয়া। জাগতিক/ আফরোজা     
২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
যারা ঘৃণ্য অপরাধ করেছে, ২০২৫ সাল সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এসময় চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে। সবচাইতে বড় প্রায়োরিটি এবং সবাই যেটা চান তা হচ্ছে, গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার সমাপ্ত করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনলের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। আগামীর ভবিষ্যৎ পুনঃনির্মাণে এবং বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যৎ উপহার দেয়ার জন্য ন্যায় বিচার নিশ্চিত করাটা প্রয়োজন।  আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন একটি সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য। সে তদন্তকার্য এখন চলমান আছে। তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে। নতুন বছরের প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের পক্ষ থেকে একটি আশাবাদ হচ্ছে ২০২৫ সাল হবে যারা ঘৃণ্য অপরাধ করেছে সেই সব অপরাধীদের বিচারের বছর। সে আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে চলছি। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন বাংলাদেশের সুবর্ণ ইতিহাসের বছর হয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে, ২০২৫ সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে। জাগতিক/ আফরোজা      
এস আলম গ্রুপের কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে এস আলম গ্রুপ। এলসি খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল শিল্পগ্রুপটি।গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিল্পগ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৪ ডিসেম্বর দেওয়া কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। উল্লিখিত কারখানাগুলো হলো- কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল। জাগতিক/ আফরোজা    
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট
খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টে রিটটি করেছেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন এই রিটে, রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তিব্র সাউন্ড দিয়ে কোন অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০ টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি ওইদিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা এই রিটে চাওয়া হয়েছে। জাগতিক/ আফরোজা       
শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গুমের মামলা দাখিল ট্রাইব্যুনালে মাইকেল চাকমার
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ অভিযোগ জমা দেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত ১৮ ডিসেম্বর পাঁচ বছর গুম করে রাখার ঘটনায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।  মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা। মৌখিক অভিযোগ করার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি। শিগগির তার অভিযোগের তদন্ত শুরু করব।’ এর আগে আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ইউপিডিএফের এ নেতা দায়ীদের বিরুদ্ধে অভিযোগ করতে ট্রাইব্যুনালে আসেন। মাইকেল চাকমার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। মৌখিক অভিযোগের পর মাইকেল চাকমা সমকালকে বলেন, রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী অন্তত সাত-আটজন আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা চোখ বেঁধে মাইক্রোবাসে তোলে। আমি গাড়ির ভেতর একটি ওয়াকিটকি শনাক্ত করতে পেরেছিলাম। প্রথমে তারা আমাকে একটি কক্ষে আটকে রাখে এবং পরে আরও দুটি কক্ষে নিয়ে যায়, যেখানে নির্যাতন করা হয়। ২০১৩ সালে শেখ হাসিনার খাগড়াছড়ির সমাবেশে অংশ নেওয়ার সময় কেন সড়ক অবরোধ করা হয়েছিল, তারা আমাকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। ২০১৯ সালের ৯ এপ্রিল সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়। হাইকোর্টে রিট করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। জাগতিক/ আফরোজা       
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'