পাকিস্তানের মাটিতে ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে দুবাইয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারতের আপত্তির মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হলো পাকিস্তান। এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন ভেঙে এবারও হাইব্রিড মডেলেই আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
ভারত সরাসরি পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে শুরু হয় জটিলতা। প্রথমে পাকিস্তান কড়া অবস্থান নিলেও আইসিসির মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছায় দুই দেশ। সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের সব গ্রুপ পর্বের ম্যাচ হবে দুবাইয়ে। টিম ইন্ডিয়া যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, সেগুলোও হবে দুবাইতে। অন্যদিকে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
এই সমঝোতার অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুগুলোর সংস্কার কাজে যে খরচ হচ্ছে, তার জন্য অতিরিক্ত অর্থ সহায়তা পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১ ডিসেম্বর জয় শাহ আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতের শর্ত মেনে নেওয়া, পাকিস্তানের জন্য কতটা সুফল বয়ে আনবে? সময়ই দেবে উত্তর।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন