logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাদ্রিদের আক্রমণভাগে এমবাপের পজিশন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

  ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭
ছবি: ইন্টারনেট

লা লিগার লেগানেসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে কোচ কার্লো আনচেলোত্তির কৌশলগত এক পরিবর্তন যেন আক্রমণভাগে নতুন প্রাণ জুগিয়েছে। কাইলিয়ান এমবাপেকে বাঁ প্রান্তে ফিরিয়ে আনার সিদ্ধান্তে দারুণ ফল পেয়েছে দল, আর এতে কোচও সন্তুষ্ট।

৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপে এই ম্যাচে তার মৌসুমের সপ্তম গোল করেন। পিএসজিতে বাঁ দিকের উইঙ্গার হিসেবে পরিচিত এমবাপেকে মাদ্রিদে ভিন্ন ভিন্ন পজিশনে খেলানো হচ্ছিল। তবে এই ম্যাচে তার পুরনো জায়গায় ফিরে আসা যেন প্রমাণ করল, সেখানেই তিনি সেরা।

ভিনিসিয়াস জুনিয়রকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রেখে এমবাপেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত সম্পর্কে আনচেলোত্তি বলেন,
"কাইলিয়ান বাঁ দিক থেকে অসাধারণ খেলেছে। ভিনিসিয়াস মাঝখানে ছিল, এবং তাদের বোঝাপড়া দারুণ কাজ করেছে। প্রথম গোলের সময় ভিনিসিয়াসের অ্যাসিস্ট আর কাইলিয়ানের নিখুঁত ফিনিশিং ছিল দেখার মতো।"

তিনি আরও বলেন,
"কাইলিয়ান বাঁ দিকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আর আজকের ম্যাচে দলের জন্য সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত।"

ইনজুরি সত্ত্বেও আত্মবিশ্বাসী আনচেলোত্তি

আগামী ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে দলের ইনজুরি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। ডিফেন্ডার দানি কারভাহাল, লুকাস ভাসকেস, এবং মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি সবাই চোটে ভুগছেন।

তবুও দলের বর্তমান ফর্মের ওপর ভরসা রাখছেন আনচেলোত্তি। এই ম্যাচে ফেডেরিকো ভালভার্দে রাইট-ব্যাক হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং ফ্রি-কিক থেকে একটি দৃষ্টিনন্দন গোল করেছেন। কোচের মতে,
"ফেডে যে কোনো পজিশনে খেলার অসাধারণ দক্ষতা রাখে। তাকে সঠিকভাবে ব্যবহার করা কোচদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং।"

অন্যদিকে, জুড বেলিংহামের দারুণ এক গোল ম্যাচে রিয়ালের জয় নিশ্চিত করে। পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি অতিরিক্ত ম্যাচ রিয়ালের হাতে, যা শিরোপার দৌড়ে তাদের বড় সুবিধা এনে দিতে পারে।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12