মেসির পাস থেকে লাউতারোর জয়সূচক গোল,আর্জেন্টিনা ১-০ পেরু
লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে এই জয় আর্জেন্টিনাকে আরও একধাপ এগিয়ে নিল। ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে গোল করেন লাউতারো।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ রাখে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি দলটি। ৪২ মিনিটে মেসির ফ্রিকিক পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে দারুণভাবে ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে মেসির নিখুঁত ক্রস লাউতারো মার্টিনেজ দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন। এরপরেও আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।
আর্জেন্টিনার একাদশ:
মেসি, ওতামেন্ডি, এমিলিয়ানো মার্টিনেজ, তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, ম্যাক অ্যালিস্টার, বালের্দি, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ।
পেরুর একাদশ:
পাওলো গেরেরো, পেদ্রো গালেসে, কার্লোস জামব্রানো, লুইস অ্যাডভিনকুলা, আলেক্সান্ডার ক্যালেন্স, মিগুয়েল আরাউজো, অ্যান্ডি পোলো, সার্জিও পেনা, জেসাস কাস্টিয়ো, অলিভার সন, আলেক্স ভালেরা।
এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও সুসংহত করল আর্জেন্টিনা।
মন্তব্য করুন