মেসির ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি বললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি
পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানালেন বড় খবর। দলে আসতে চলেছে পরিবর্তন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শুধুই লিওনেল মেসি।
স্কালোনি বলেন, "২০২৫ সাল থেকে আর্জেন্টিনা দলে নতুন মুখ দেখা যাবে। আমরা এবার এমন খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেব, যারা নিয়মিত ক্লাব পর্যায়ে খেলে।"
কোপা আমেরিকা জয়ের পর থেকে টানা ছয়টি বাছাইপর্বের ম্যাচে দলের পুরনো সদস্যদের উপর ভরসা করেছেন স্কালোনি। তবে এবার তিনি স্পষ্ট জানালেন, "আমাদের দরকার খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্স। যারা খেলবে, তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে কে দলে থাকবে।"
মেসির ক্ষেত্রে ভিন্ন নিয়ম
৩৭ বছর বয়সী মেসি বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে আর কোনো বড় ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। আগামী বছরের মার্চ পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকলেও স্কালোনি মেসিকে নিয়ে মোটেই দুশ্চিন্তায় নেই।
তিনি বলেন, "লিওর ক্ষেত্রে বিষয়টা আলাদা। ও এমন একজন খেলোয়াড়, যাকে দেখলেই বোঝা যায়, সে সবসময় খেলতে চায়। যদিও মাঝে মাঝে তার বিশ্রাম নেওয়া উচিত। তবে আমরা জানি, তার ধারাবাহিকতা অন্য লেভেলের।"
স্কালোনি আরও যোগ করেন, "এই বছর লিওর জন্য খুব চাপের ছিল। অনেক ম্যাচ খেলেছে, কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে অংশ নিয়েছে। স্বাভাবিকভাবেই চোটের ঝুঁকি বাড়ে। তবে সবকিছুর পরও ও আমাদের সঙ্গে সবসময়ই ফিট থেকেছে।"
পেরুর বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। টানা চার ম্যাচে তারা মাত্র একবার জিতেছে, তাও বলিভিয়ার বিপক্ষে। এমন পরিস্থিতিতে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।
আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিলের মতো প্রতিপক্ষ। এর পাশাপাশি ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার সম্ভাবনাও রয়েছে।
এই প্রসঙ্গে স্কালোনি বলেন, "ফিনালিসিমা ম্যাচটা সহজ হবে না। স্পেন তখন বিশ্বকাপ বাছাইপর্বে ব্যস্ত থাকবে। এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের লক্ষ্য স্পষ্ট।"
তিনি আরও বলেন, "আমাদের খেলোয়াড়রা ক্লাব ও জাতীয় দলের হয়ে একের পর এক ম্যাচ খেলেছে। বিশ্রামের সুযোগ খুবই কম। জুন থেকে অনেক ম্যাচ খেলেছি। তাই এই ম্যাচগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।"
পেরুর বিপক্ষে ম্যাচ কি আর্জেন্টিনার জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে পারবে? উত্তর মিলবে মাঠেই।
জাগতিক / জেএএস
মন্তব্য করুন