logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কোপা ইতালিয়া থেকে বিদায় ইন্টার মিলান

অনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭
ছবি: সংগৃহীত

চলমান মৌসুমে উড়ন্ত ফর্মে থাকা ইন্টার মিলানকে কোপা ইতালিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। দ্বিতীয় লেগে ইন্টারকে ৩-০ গোলে উড়িয়ে আসরের নিশ্চিত করেছে তারা।

বুধবার রাতে ইন্টারকে ৩-০ গোলে হারানোর ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে মিলান।

ম্যাচের ৩৬তম মিনিটে জেমিনেজের ক্রস থেকে হেডে গোল করেন লুকা ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কাছ থেকে ব্যবধান বাড়ান এই সার্বিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৮৫তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে বাম পায়ের শটে ইন্টারের জালে বল জড়ান ডাচ মিডফিল্ডার রেইনডার্স।

এ নিয়ে এসি মিলানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে জয়হীন ইন্টার। এ মৌসুমে ইতালিয়ান সেরি-আতে মিলানের কাছে এক ম্যাচে হার ও এক ম্যাচে ড্র করেছে তারা। গত জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে এসি মিলান। আর এবার কোপা ইতালিয়ানের প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে উড়ে গেল ইনজাঘির দল।

এমন ভরাডুবির ধাক্কা কাটিয়ে ওঠার জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না ইন্টার মিলান। আগামী রবিবার সেরি-আতে রোমার বিপক্ষে লড়বেন লাউতারো মার্তিনেজরা। লিগের শেষ ম্যাচেও ইন্টার হেরেছে বোলোগনার বিপক্ষে। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12