অসাধারণ ফ্রি-কিকে রিয়ালকে জয় উপহার দিলেন এমবাপে, লা লিগায় টানা তৃতীয় জয়

রিয়াল মাদ্রিদ শনিবার রাতে লা লিগায় একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে, যেখানে তাদের জয়ের নায়ক হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। তিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন, আর তার দুই গোলের মাঝে একটি গোল করেন জুড বেলিংহ্যাম।
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ শাণালেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ২৩ মিনিটে লুকা মদ্রিচের শট রক্ষণে আটকে যায় এবং এমবাপের শটও গোলরক্ষক আটকে দেন। ৩০ মিনিটে এমবাপে পেনাল্টি থেকে প্রথম গোল করেন। এরপর, প্রতিপক্ষ লেগানেস ৩১ মিনিটে সমতা ফেরায় এবং ৪১ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ফিরে আসে বেলিংহ্যামের গোলের মাধ্যমে। ৭৬ মিনিটে এমবাপে একটি অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করেন এবং দলকে আবার এগিয়ে নিয়ে যান। এই গোলের ফলে এমবাপে লা লিগায় নিজের ২২তম গোলটি করেন।
এমবাপের নেতৃত্বে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে।
মন্তব্য করুন