logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যেতে পারে তামিম

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১৩:৩২
সংগ্রহীত

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে মঙ্গলবার সাভারের কেপিজে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তামিমকে, এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন।

তামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শরীর স্বাভাবিক হলে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন। চিকিৎসকরা বলছেন, তামিমের খেলায় ফিরে আসার বিষয়ে সিদ্ধান্ত শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করবে, তবে এক মাস পরে বিষয়টি আরও পরিষ্কার হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক মোস্তাফা জামান জানিয়েছেন, হার্টের ভেইনে স্টেন্ট বসানোর পর নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন। খেলায় ফিরতে হলে তামিমের শারীরিক কন্ডিশন এবং খেলার ধরণ বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12