logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ

১ বিলিয়ন ডলারের প্রাইজমানি, ৩২ ক্লাবের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১১:১৮
সংগ্রহীত

ফুটবল জগতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে! ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ থেকে বৃহৎ পরিবর্তন নিয়ে আসছে, যেখানে ৩২ ক্লাব অংশগ্রহণ করবে এবং প্রাইজমানি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ১ বিলিয়ন ডলার। এ বছরের বিশেষত্ব হচ্ছে, চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা!

এছাড়া, ফিফা ঘোষণা করেছে যে প্রতিটি ক্লাব ম্যাচ জয়ের জন্য পাবে বোনাস, গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত। তবে, অংশগ্রহণকারী ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি দেওয়া হবে ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে। ইউরোপিয়ান ক্লাবগুলো সর্বোচ্চ অর্থ পাবে, যেখানে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবগুলি ৩৮.১৯ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারে।

ফিফার গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। ক্লাব ফুটবলের উন্নয়নে এমন বিশাল পরিকল্পনা ফুটবল বিশ্বের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আগামী ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এ বিশাল আয়োজনের জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12