logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইপিএলে দ্রুততম ১৫০ উইকেটের তালিকায় তৃতীয় স্থানে রশিদ খান

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ১৫:১৭
সংগ্রহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়লেন আফগান অলরাউন্ডার রশিদ খান। মঙ্গলবার (২৬ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন গুজরাট টাইটান্সের এই তারকা।

আইপিএলে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে রশিদ খান ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। এই কৃতিত্ব অর্জনে তার লেগেছে ১২২ ম্যাচ। তার আগে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা (১০৫ ম্যাচ) এবং যুজবেন্দ্র চাহাল (১১৮ ম্যাচ)।

রশিদের পরেই আছেন মুম্বাই ইন্ডিয়ানসের তারকা পেসার যশপ্রীত বুমরাহ, যিনি ১২৪ ম্যাচে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এছাড়া, চেন্নাই সুপার কিংসের ডোয়াইন ব্রাভো (১৩৭ ম্যাচ) এবং সানরাইজার্স হায়দরাবাদের ভূবনেশ্বর কুমার (১৩৮ ম্যাচ) এই কৃতিত্ব অর্জন করেছেন।

এই রেকর্ড গড়ার মাধ্যমে আইপিএলের অন্যতম সফল লেগ স্পিনার হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন রশিদ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12