logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ১৩:৪৫
সংগ্রহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে লজ্জার এক রেকর্ড গড়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে নিজের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের ১৯তম ডাক, যা তাকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার হিসেবে অভিষিক্ত করেছে। ম্যাক্সওয়েল এই রেকর্ডে পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটারের দুই বড় নাম—রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক, যারা ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন।

আইপিএলের শূন্য রানে আউট হওয়া তালিকায় ম্যাক্সওয়েলের পরেই রয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন, যারা ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। গত আইপিএলে ম্যাক্সওয়েল আরেকটি হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছিলেন, যেখানে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন। এরপর বেঙ্গালুরু তাকে ছেড়ে দেয় এবং পাঞ্জাব তাকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে কিনে নেয়। নতুন দলে শুরুটা ভালো হলো না তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12