logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
  ২৪ মার্চ ২০২৫, ১২:৩৪
ছবি: সংগৃহীত

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

মোহামেডান দলের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রথমে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থায় না থাকায় তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহামেডান ক্লাবের হয়ে তামিম বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলছিলেন এবং অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু পরে অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

তামিম ইকবালের এই পরিস্থিতি নিয়ে তার ভক্তরা উদ্বিগ্ন, তবে আশা করা হচ্ছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত তাঁর সুস্থতা লাভ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসার জন্য তামিমের বিদেশ গমন
তামিম ইকবাল আগের চেয়ে ভালো লাগছে
হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের
তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
12