logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইপিএল ১৮

কলকাতায় কালো মেঘ, উদ্বোধনী ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০২৫, ১১:০০
ছবি: সংগৃহীত

আজ (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের অষ্টাদশ আসর। প্রথম ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে উদ্বোধনী ম্যাচের আগেই আবহাওয়ার কারণে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কিছুটা ম্লান হতে পারে।

কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো আয়োজনে আইপিএল শুরুর কথা থাকলেও শহরের আকাশে থাকা কালো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা উদ্বেগের সৃষ্টি করেছে। গতকাল দুই দলের অনুশীলনেও বৃষ্টির কারণে সময়ের আগেই মাঠ ছাড়তে হয়েছিল খেলোয়াড়দের। আজও আবহাওয়া নিয়ে কোনো ইতিবাচক পূর্বাভাস নেই।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, শহরের আবহাওয়াকে ‘ওরেঞ্জ এলার্ট’ দেওয়া হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ বিপজ্জনক সতর্কতা। ইডেন গার্ডেন্সের মাঠও কাভারে ঢেকে রাখা হয়েছে। আজ দুপুর পর্যন্ত ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ‘আকুওয়েদার’।

আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯°C এবং সর্বনিম্ন ২২°C থাকতে পারে। এতে করে আইপিএল উদ্বোধনী ম্যাচে বৃষ্টির শঙ্কা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জাগতিক /এস আই


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আইপিএলে দ্রুততম ১৫০ উইকেটের তালিকায় তৃতীয় স্থানে রশিদ খান
আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল
আইপিএলে নতুন ভূমিকায় কেন উইলিয়ামসন
নিলামে সাকিবকে বাদ দিয়ে চমকে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা
12