logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইনজুরির কারণে নেইমারের আল-হিলালে ভবিষ্যৎ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

  ১২ নভেম্বর ২০২৪, ১৭:১৩
ছবি: ইন্টারনেট

সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল থেকে নেইমার জানুয়ারিতে ছাড়তে পারেন, যেখানে তিনি ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন।

ব্রাজিলিয়ান এই আইকন প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে তার ছয় বছরের সম্পর্ক শেষ করে মধ্যপ্রাচ্যে চলে আসেন, যেখানে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার সাথে যুক্ত হয়ে লিগের শীর্ষ আকর্ষণে পরিণত হন। আল-হিলাল তাকে সপ্তাহে ২.৫ মিলিয়ন পাউন্ডের বিশাল চুক্তি দিয়েছিল। তবে, দুর্ভাগ্যজনকভাবে তিনি এই বিশ্বাসের প্রতিদান দিতে পারেননি, কারণ তিনি আল-হিলালের হয়ে সাতটি ম্যাচে মাত্র এক গোল করেন এবং তিনটি অ্যাসিস্ট করেন, এরপরই এ সি এল ইনজুরিতে পড়ে এক বছরেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে চলে যান।

গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসায় কিছুটা আশার আলো দেখালেও নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরি তাকে আবারও পিছিয়ে দিয়েছে। এই ধারাবাহিক চোট এখন ক্লাবের ধৈর্যের সীমা ছাড়িয়েছে বলে শোনা যাচ্ছে। জানুয়ারিতেই তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে আল-হিলাল।

সাবেক বার্সেলোনা তারকা ইনস্টাগ্রামে তার নতুন ইনজুরি সম্পর্কে জানান, "আশা করি বেশি কিছু না... এক বছর বাইরে থাকার পর এই ধরনের ইনজুরি হওয়াটা স্বাভাবিক, ডাক্তাররাও আমাকে সতর্ক করেছিলেন, তাই আমাকে এখন আরও সাবধানে খেলতে হবে।"

তবে, ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সর্বদাই তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিস্থিতি উন্নত না হলে তার এই বাসনা বাস্তবায়িত হতে পারে।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল লিখেছে, "আল-হিলাল ইতিমধ্যেই জানুয়ারি ২০২৫ সালে নেইমারের প্রস্থানের বিষয়ে আলোচনা করছে। নেইমার নিজে ক্লাবের ভেতরেও বারবার বলে আসছেন যে, তার সবচেয়ে বড় ইচ্ছা হলো ব্রাজিলে ফিরে যাওয়া। এবং যদি তিনি ফিরে যান, সান্তোসই তার অগ্রাধিকার।"

"আল-হিলাল ডিসেম্বর পর্যন্ত নেইমারের শারীরিক এবং চিকিৎসাগত অগ্রগতির দিকে নজর রাখবে। যদি তারা মনে করে যে নেইমারের পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসা সম্ভব নয়, তবে তারা উভয়ের সম্মতিতে এক পারস্পরিক চুক্তি করতে আগ্রহী হবে। নেইমারও এতে আগ্রহী, কারণ এতে জানুয়ারিতেই তিনি ব্রাজিলিয়ান ফুটবলে ফিরতে পারবেন। মনে রাখতে হবে, নেইমার প্রতি মৌসুমে ১৬০ মিলিয়ন ইউরো উপার্জন করেন এবং প্রায় এক বছর ধরে ইনজুরির কারণে বাইরে ছিলেন।"

সান্তোস, যেখানে নেইমার একজন আদর্শ হিসেবে বিবেচিত, গত মৌসুমে ব্রাজিলের সিরি আ থেকে রেলিগেটেড হয়েছে, যা তাদের ১১১ বছরের শীর্ষ লিগে অবস্থান শেষ করে। তবে গত মাসে নেইমার সান্তোসের প্রমোশনের আনন্দের মুহূর্তে যোগ দেন, যা তার পুরনো ক্লাবে ফেরার ইচ্ছাকে প্রমাণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়