logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ড সফরে বুমরাহকে মোকাবেলা করতে প্রস্তুত বেন ডাকেট

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১৪:০৭
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছেন। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেট এখন আত্মবিশ্বাসী, দাবি করেন যে, বুমরাহর বোলিংয়ের বিস্ময় আর তার কাছে নেই।

আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সিরিজে বুমরাহ ভারতের মূল অস্ত্র হিসেবে থাকবেন, নতুন বলে তার আগুন সামলানো যে কোনো ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ। কিন্তু বেন ডাকেট তার আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, তিনি বুমরাহর বোলিংয়ের স্কিল সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তিনি চমকে ওঠার কোনো কিছু দেখেন না।

ডাকেট বলেন, “বুমরাহর বোলিং নিয়ে আমি আত্মবিশ্বাসী, কারণ আমি জানি সে কীভাবে বোলিং করবে এবং তার স্কিল সম্পর্কে আমি এখন ভালোভাবে অবগত। নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বড় হুমকি, তবে শুরুর স্পেল উতরে গেলে বড় রানের সুযোগ থাকবে।”

গত বছর ভারতে অনুষ্ঠিত সিরিজে ডাকেট বুমরাহর বলে একবার আউট হলেও, তিনি স্পিনারদের কাছে বারবার শিকার হন। যদিও রাজকোটে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন, বাকী ইনিংসগুলোতে ফিফটি করতে পারেননি। ডাকেট বলেন, “ভারতের মাঠে ভিন্ন বাস্তবতা থাকবে, আমাদের সুযোগ আছে এই সিরিজে ভারতকে হারানোর।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12