সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করতে বাধা নেই

ছবি: সংগৃহীত
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় সফলভাবে পাস করেছেন। এর আগে দু'বার পরীক্ষার পর তার বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ হয়নি, তবে এবার অ্যাকশন শুধরে নেওয়ায় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করতে কোনো বাধা থাকবে না।
বিসিবির সূত্রে জানানো হয়েছে, সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ায় তিনি আগামী কিছু টি-২০ লিগে অংশ নিতে পারবেন। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল ইংল্যান্ডে এবং পরে ভারতে পরীক্ষা দেওয়া হলে ত্রুটি ধরা পড়ে। এরপর তিনি ইংল্যান্ডে এক কোচের অধীনে কাজ করে পুনরায় পরীক্ষা দিয়ে সফল হয়েছেন।
এছাড়া, সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন, তবে বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় তাকে দলে নেওয়া হয়নি।
জাগতিক /এস আই
মন্তব্য করুন