বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার দল থেকে মেসি ছাড়াও বড় কয়েকটি নাম বাদ, দলে নতুন মুখ

বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনা তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। তবে দলের সবচেয়ে বড় ধাক্কা হলো অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল, এবং জিওভানি লো সেলসো চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন।
এছাড়া ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও চোটের কারণে আগেই দলে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাউদিও এচেভেরি, এবং ফ্রান্সিসকো ওর্তেগা।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সোমবার ২৬ জনের দল ঘোষণা করেছেন, যেখানে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মাক্সিমো পেরোনে, বেনহামিন দমিনগেস, সান্তিয়াগো কাস্ত্রো, এবং জুলিয়ানো সিমেওনে।
আগামী শনিবার ভোরে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের মাঠে এবং তিন দিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। এই দুটি ম্যাচ জিতলে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন