logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে ছিটকে গেলেন মেসি

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০২৫, ১০:১৭
ছবি: সংগৃহীত

এই মাসেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্টিনার, তবে শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন লিওনেল মেসি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের লিগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে পুরো ৯০ মিনিট খেলে একটি গোলও করেছেন মেসি। কিন্তু পরে জানা যায়, ওই ম্যাচেই পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন তিনি, যার কারণে আর্জেন্টিনার ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার।

মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইনজুরিটি গুরুতর নয়, তবে মেসির ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী দিক চিন্তা করে এবং তার ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাকে স্কোয়াডে রাখা হয়নি।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মেসি জানিয়েছেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম, কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

আর্জেন্টিনা এখনও কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে থাকলেও, তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ২টি হার এবং ১টি ড্র এসেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইন্টার মায়ামি সিএফ-এর ইতিহাসে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড গড়লেন লিওনেল মেসি
মেজাজ হারিয়ে শাস্তির কবলে মেসি
টানা চার জয়ের পর হোঁচট খেলো মায়ামি, ইনজুরি টাইমে সমতা
সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল
12