logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অ্যাটলেটিকোকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১৫:২১
ছবি: সংগৃহীত

লা লিগায় শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ফেররান তরেসের জোড়া গোল এবং লামিন ইয়ামালের দুর্দান্ত শট বার্সেলোনাকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

ম্যাচের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ন্ত্রণে ছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ৭০ মিনিটে আলেক্সান্ডার সরলথ ব্যবধান দ্বিগুণ করেন। তবে এরপর বার্সেলোনা পাল্টে যায়। রবার্ট লেভান্ডোভস্কির গোলের পর তরেসের শটে সমতা ফেরে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লামিন ইয়ামাল ও পরে ফেররান তরেস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ে বার্সেলোনা ২৭ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে পৌঁছেছে, সমান পয়েন্টে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়
কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
ওসাসুনার মাঠে ১০ জনের রিয়ালের ড্র
স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা
12