logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ

জাগতিক প্রতিবেদক:

  ১২ নভেম্বর ২০২৪, ১৪:৫৮


আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরে নাজমুল শান্তর দল। তবে তৃতীয় ম্যাচেই আবার খেই হারিয়ে ফেললো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আফগানদের কাছে বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।

সিরিজ হারের পর ব্রডকাস্টকে অধিনায়ক মিরাজ বলেন, এটা কঠিন ছিল, তবে ছেলেরা ভালো করেছে বিশেষ করে রিয়াদ ভাই। সমস্যাটা হয়েছে মিডল ওভারে আমরা উইকেট তুলতে পারিনি। শেষ দুই ম্যাচে যদি তাকাই তাহলে দেখি যে উইকেট কিছুটা স্পিনিং ছিল যে কারণে শুরুতে আজ ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছে। তাদের ব্যাটাররা ভালো করেছে, বিশেষ করে গুরবাজ এবং ওমরজাই। অনেকদিন পর আমরা শারজাহতে খেললাম বিশেষ করে ওয়ানডে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে সেদিকেই আমরা ফোকাস রাখছি।

এই নিয়ে আফগানদের কাছে পরপর দুই বছর সিরিজ হারল বাংলাদেশ। তবে এই সিরিজ থেকেও কিছু প্রাপ্তি দেখছেন মিরাজ। এখন তিনি তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

মিরাজ আরও বলেন,‘আমার মনে হয় কিছু অর্জন আমাদের আছে। লম্বা সময় পর শারজাহতে আমরা ওয়ানডে খেললাম। (প্রথম ম্যাচে হারের পর) আমরা ঘুরে দাঁড়িয়েছি। আরেকটি সফর এগিয়ে আসছে। আজকে রাতেই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি আমরা।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক শান্ত খেলতে পারবেন না সেই টেস্ট সিরিজেও, নেতৃত্ব দেবেন মিরাজ। আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও। অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসানও নেই। ওয়েস্ট ইন্ডিজেও তাই বাংলাদেশের অপেক্ষায় কঠিন পরীক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়