logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৬০০০ কোটি টাকা বিনিয়োগে সৌদি আরবের নতুন টি-টোয়েন্টি লিগ

অনলাইন ডেস্ক
  ১৬ মার্চ ২০২৫, ১২:৪৬
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের পথে এগোচ্ছে সৌদি আরব। দেশটি প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে। এই লিগটি টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে আয়োজিত হবে এবং এতে পুরুষ ও নারীদের প্রতিযোগিতাও থাকবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস' এর পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমোদন সাপেক্ষে শুরু হবে।

এ লিগটি আটটি দলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ফাইনালটি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এটি বর্তমান টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে, যেমন আইপিএল ও বিগব্যাশ। সৌদি আরব ইতোমধ্যে ক্রীড়াক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবং ক্রিকেটেও ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

এছাড়া, সৌদি আরব ক্রিকেটের উন্নয়নের জন্য ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে এবং নতুন এই টি-টোয়েন্টি লিগের জন্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি ও ট্রাম্প, শান্তি প্রতিষ্ঠার আলোচনা হতে পারে
পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার
বিমানের ৬০ হাজার টিকিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি!
বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব বাড়ছে
12