আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ, আইসিসি থেকে সম্মান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার ফেসবুকে এক বার্তায় তিনি জানান, এখন থেকে কেবল ঘরোয়া ক্রিকেটেই দেখা যাবে তাকে। তার এই ঘোষণা পর, তাকে শুভেচ্ছা জানাচ্ছে তার সতীর্থ ও অনুরাগীরা।
এদিকে, মাহমুদুল্লাহর বিদায় বেলায় সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে সম্মান জানাতে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। ভিডিওটিতে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর মাহমুদুল্লাহকে উদযাপন করতে দেখা গেছে।
মাহমুদুল্লাহ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং ১৮ বছরের ক্যারিয়ারে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলে ১১০৪৭ রান সংগ্রহ করেছেন। তিনি ৯ সেঞ্চুরির পাশাপাশি ৫৬ ফিফটি করেছেন। তার বিদায়ী সম্মান হিসেবে আইসিসি তাকে বিশেষভাবে স্মরণ করেছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন