logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন, বিসিবির পক্ষ থেকে সম্মাননা

অনলাইন ডেস্ক
  ১৩ মার্চ ২০২৫, ১৪:০১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। বুধবার তিনি তার ফেসবুক পেজে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

বিসিবি তার অবদানের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে।' ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১১,০৪৭ রান সংগ্রহ করেছেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার অবদানের প্রশংসা করে বলেন, 'মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন।' তিনি আরও বলেন, 'তার নেতৃত্ব এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।'

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাহমুদউল্লাহ অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তার অবদানের জন্য বিসিবি তাকে সম্মান জানিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12