logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোকে টাইব্রেকে হারিয়ে শেষ আটে

অনলাইন ডেস্ক
  ১৩ মার্চ ২০২৫, ১১:২১
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জয় লাভ করে, যা ম্যাচ টাইব্রেকে নিয়ে যায়। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয়ী রিয়াল মাদ্রিদ, দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ২-২। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয়ী হয়ে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যায় রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে এবং জ্যুড বেলিংহামের গোলের বিপরীতে অ্যাতলেটিকোর হয়ে জবাব দেন আলেক্সান্দার সরোলোথ এবং হুলিয়ান আলভারেজ। টাইব্রেকারে দুই দল সমতায় ছিল ২-২, এরপর পেনাল্টি শট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এমবাপ্পে দাবি করেন আলভারেজের পেনাল্টিতে 'ডাবল টাচ' হয়েছে, যা ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়। শেষে রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জয়ী হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে, পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রিয়াল মাদ্রিদের দানি সেবায়োস এই প্রশ্নের জবাবে হাত তোলার ইমোজি পোস্ট করেন, যা সিমিওনেকে বার্তা দেওয়ার এক অঙ্গীকার হিসেবে দেখা যায়।

এদিকে, হুলিয়ান আলভারেজ ম্যাচ শেষে বলেন, ‘আমি কোনো দ্বিতীয় স্পর্শ অনুভব করিনি,’ যা আরও বিতর্ক সৃষ্টি করেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নকআউট দৌড়ে আজ নির্ধারিত হবে ভাগ্য, চ্যাম্পিয়নস লিগের রাত জমবে উত্তেজনায়!
মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদ
পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো
চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় সিটি, শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াই
12