পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধির অনুপস্থিতিতে শোয়েব আখতার হতাশ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষে ট্রফি বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
ফাইনালের পর, যেখানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন, সেখানে আয়োজক দেশ পাকিস্তানের কোনো প্রতিনিধিও মঞ্চে ছিলেন না। এই অনুপস্থিতি দেখে শোযেব আখতার ভিডিও বার্তায় হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “পাকিস্তান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ, অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। ভারত যখন জয়ী হলো, আমরা দেখতে পেলাম সেখানে পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিল না। এটা অবাক করার মতো ব্যাপার।”
পাকিস্তান এক সময় এই টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়ে যথেষ্ট উৎসাহ ছিল, কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত সেখানে খেলতে অস্বীকার করে। পরে আইসিসি হাইব্রিড মডেল গ্রহণ করে, যেখানে ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হয়।
শোয়েব আখতার তার ভিডিও বার্তায় আরো বলেন, “এটা ছিল একটি বিশ্বমঞ্চ, যেখানে পাকিস্তানের প্রতিনিধির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমি সেখানে পিসিবির কোনো সদস্যকে দেখতে পাইনি। এটি সত্যিই দুঃখজনক।”
জাগতিক /এস আই
মন্তব্য করুন