এমবাপের পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে যা বললেন কোচ আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে সম্প্রতি দলের তিনটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন—আতলেতিকো, রেয়াল বেতিস এবং জিরোনার বিপক্ষে। এর ফলে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এমবাপেকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
কোচের মতে, এমবাপের পারফরম্যান্সের অস্থিরতা ‘স্বাভাবিক’। আনচেলত্তি বলেছেন, "একই মৌসুমে প্রতিযোগিতার পরিমাণ এবং খেলোয়াড়দের ওপর চাপের কারণে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন।"
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার তেমন কোনো প্রভাব ছিল না। তবে কোচ তাকে নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। তিনি আরও বলেন, “এমবাপে সবসময় তার সেরাটা দিতে পারবে না। কিন্তু সে ভালো পারফর্ম করেছে, এবং আমরা খুশি। এর কারণেই আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছেছি।”
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে রিয়ালের হয়ে ২৮ গোল করেছেন। তবে দলের জন্য তার প্রতিটি ম্যাচের পারফরম্যান্স একরকম হতে পারে না, এবং সে কারণে কিছু সময় পর খারাপ পারফরম্যান্স আসতে পারে, যা একেবারেই স্বাভাবিক বলে মনে করেন আনচেলত্তি।
জাগতিক /এস আই
মন্তব্য করুন