পিএসজির অপরাজেয় রেকর্ড ভেঙে লিভারপুল কোয়ার্টার ফাইনালে এগিয়ে

ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচে চরম হতাশার শিকার হয়েছে। যদিও পিএসজি বলের আধিপত্য এবং আক্রমণে অনেক এগিয়ে ছিল, তবে শেষ পর্যন্ত গোল করতে পারেনি তারা। অপরদিকে, লিভারপুল মাত্র একটি শটের মাধ্যমে ম্যাচের একমাত্র গোল পেয়ে ১-০ ব্যবধানে জয়লাভ করে।
পার্ক দে প্রিন্সেসে পিএসজি ২৭টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে শট করে, তবে লিভারপুলের ২টি শটের মধ্যে একটি গোল করতে সক্ষম হয়। প্রথমার্ধে পিএসজি একটি গোল পেয়ে যায়, কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও, আলিসন বেকারের দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে থেমে যায় পিএসজি।
হার্ভে এলিয়ট বদলি হিসেবে মাঠে নেমে ৮৬তম মিনিটে এক মিনিটের ব্যবধানে গোল করেন। এলিয়ট গোলটি করার আগে, আলিসনের একটি উঁচু শট থেকে বল পেয়ে নুনিয়েজ তাকে পাস দেন এবং এলিয়ট বাঁ পায়ের শটে গোল করেন। এই গোলেই পিএসজির পরাজয় নিশ্চিত হয়, এবং তাদের ২০ ম্যাচের অপরাজেয় রেকর্ড ভেঙে যায়।
লিভারপুল এই নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে, এবং আগামী মঙ্গলবার ফিরতি লেগে অ্যানফিল্ডে পিএসজিকে আতিথেয়তা দেবে তারা। অন্যদিকে, ইন্টার মিলান ফেইনুর্দের মাঠে ২-০ গোলের জয় লাভ করে, এবং বায়ার্ন মিউনিখ ১০ জনের লেভারকুজেনকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। বায়ার্নের হয়ে হ্যারি কেইন জোড়া গোল করেন।
মন্তব্য করুন