logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের টিকিট দুই ঘণ্টায় শেষ

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ১৪:৩৬
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামী ৯ মার্চ দুবাইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত। ফাইনালের জন্য অনলাইনে টিকিট বিক্রির মাত্র দুই ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ফাইনালের ভেন্যু নিশ্চিত হতে সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপর ৪ দিন আগে টিকিট বিক্রি শুরু করে আইসিসি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিত করার পর রাতেই টিকিট বিক্রি শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন এবং মাত্র ২ ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

ফাইনালের ভেন্যু, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৮০০ AED (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা)। এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির দাম ১২,০০০ AED (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা)।

আগামী রবিবার (৯ মার্চ) ফাইনালে লড়বে নিউজিল্যান্ড এবং ভারত, বাংলাদেশ সময় দুপুর ৩টায় খেলা শুরু হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
মুশফিক-রিয়াদের বিদায় না নেওয়ায় হতাশ মেহেদী হাসান মিরাজ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধির অনুপস্থিতিতে শোয়েব আখতার হতাশ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত
12