logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ১২:৩৪
ছবি: সংগৃহীত

স্পোর্টিং লিসবনের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে বার্সেলোনা ১০ জনের দল নিয়ে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বেনফিকার বিপক্ষে। ম্যাচের শুরুতেই ২০ মিনিটের মাথায় বার্সার ডিফেন্ডার পাও কুবারসি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যার ফলে ১০ জন নিয়ে খেলা শুরু করতে হয় কাতালানদের।

তবে এক জন কম নিয়ে খেলেও বার্সেলোনা দারুণ লড়াই করেছে, এবং দলের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ম্যাচের শুরুতেই গোলরক্ষক শেজনি কিছু অসাধারণ সেভ করে বার্সাকে গোল খাওয়ার হাত থেকে বাঁচান। প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ পান লেভানডোভস্কি, কিন্তু বেনফিকার গোলরক্ষক ট্রুবিন তা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।

৬০ মিনিটে হঠাৎ ম্যাচের চিত্র পাল্টে যায়। মাঝমাঠে বল কেটে নিয়ে একাই এগিয়ে যান রাফিনিয়া, দূরপাল্লার এক শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে, যা ম্যাচের একমাত্র গোল হয়ে দাঁড়ায়।

শেষ মুহূর্তে বার্সেলোনা ভাগ্যের সহায়তা পেয়েছে—শেজনি বক্সের ভেতর বেলোত্তিকে ফাউল করলেও ভিএআর দেখায় যে ইতালিয়ান ফরোয়ার্ড অফসাইডে ছিলেন। এরপর যোগ করা সময়ে রেনাতো সানচেসের জোরালো শটও দুর্দান্ত সেভে আটকে দেন শেজনি।

এই জয়ে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল। আগামী ৯ মার্চ তারা লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
অ্যাটলেটিকোকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন
কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
ওসাসুনার মাঠে ১০ জনের রিয়ালের ড্র
স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা
12