logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নকআউট দৌড়ে আজ নির্ধারিত হবে ভাগ্য, চ্যাম্পিয়নস লিগের রাত জমবে উত্তেজনায়!

অনলাইন ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ১৬:৩৩
ছবি: সংগৃহীত

প্যারিসে আজ চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও লিভারপুল। একই রাতে বেনফিকার মাঠে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা মাঠে নামবে। লিগ পর্বে এই দুই দলের ৯ গোলের রোমাঞ্চকর লড়াই দেখেছিল দর্শকরা। এবারও কি তেমন শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে? অন্যদিকে, জার্মান দুই জায়ান্টের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে লেভারকুসেনকে, আর ফেইনুর্দের মাঠে খেলতে নামবে ইন্টার মিলান।

লিভারপুল ও পিএসজি তাদের নিজ নিজ লিগের শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও ইউরোপীয় মঞ্চে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের শীর্ষ দল হয়ে নকআউটে উঠেছে ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল, অন্যদিকে প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোতে এসেছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে আগের দুই সফরে হারের অভিজ্ঞতা থাকলেও এবার নির্ভয়ে মাঠে নামছে অলরেডরা। প্রতিপক্ষকে সমীহ করলেও ভয়ের কিছু দেখছেন না লিভারপুল কোচ আর্নে স্লট, "আমরা কাউকে ভয় পাই না, তবে অবশ্যই সম্মান করি।"

বার্সেলোনা আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বেনফিকার মাঠে খেলতে যাচ্ছে। হ্যান্সি ফ্লিকের দল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সময় কাটাচ্ছে, ২০২৫ সালে এখনো কোনো ম্যাচ হারেনি তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৮ গোল করেছে কাতালানরা, যার মধ্যে বেনফিকার বিপক্ষেই পাঁচবার বল জালে পাঠিয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে তারা চার গোলও হজম করেছিল। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ ফ্লিক, "এটা কঠিন ম্যাচ হবে। বেনফিকা ভালো খেলছে, আমরা তাদের সহজ প্রতিপক্ষ ভাবছি না।"

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সতর্ক লেভারকুসেন কোচ জাবি আলনসো। তার অধীনে দল এখনো বায়ার্নের কাছে হারেনি, তবে চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগার পার্থক্য মনে করিয়ে দিয়ে আলনসো বলেছেন, "আমরা ভালো ফর্মে আছি এবং বায়ার্নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আবেগ নিয়ন্ত্রণ করাটা খুব গুরুত্বপূর্ণ।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোকে টাইব্রেকে হারিয়ে শেষ আটে
মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদ
পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো
চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় সিটি, শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াই
12