logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ১৫:৫৩
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে রদ্রিগোর দুর্দান্ত গোলের মাধ্যমে এগিয়ে গেলেও, অ্যাটলেটিকো মাদ্রিদ দ্রুতই ম্যাচে সমতা আনে আলভারেজের গোলে। তবে, দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজের এক অসাধারণ গোল রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করে এবং তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পথে এগিয়ে যায়।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতেছে। রদ্রিগো চার মিনিটে একটি চোখধাঁধানো গোল করে রিয়ালকে এগিয়ে নিলেও, ৩২ মিনিটে হুলিয়ান আলভারেজের একটি চমৎকার গোল অ্যাটলেটিকোকে সমতায় ফিরিয়ে নিয়ে আসে। তবে, দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের একটি অসাধারণ গোল রিয়াল মাদ্রিদের জয়ের পথ তৈরি করে।

রিয়াল মাদ্রিদ একটি হার থেকে উত্থান ঘটিয়ে ম্যাচের চতুর্থ মিনিটে রদ্রিগোর মাধ্যমে এগিয়ে যায়। ফেদে ভালভার্দের পাস ধরে দ্রুতই অ্যাটলেটিকো বক্সে প্রবেশ করে, দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট লক্ষ্য করে গোল করেন রদ্রিগো। এটি ছিল রদ্রিগোর চ্যাম্পিয়নস লিগে ২৫তম গোল, যা ব্রাজিলিয়ানদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।

এরপর, ৩২ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ সমতা ফেরায় হুলিয়ান আলভারেজের অসাধারণ গোলের মাধ্যমে। কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আলভারেজ, যা কোর্তোয়া ঠেকাতে পারেননি। এটি ছিল আলভারেজের চ্যাম্পিয়নস লিগে সপ্তম এবং সকল প্রতিযোগিতায় ২২তম গোল।

প্রথমার্ধের ১-১ সমতা শেষে, দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলা কিছুটা কম গতি পেলেও, ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত একক নৈপুণ্যে রিয়াল আবারও এগিয়ে যায়। মেন্দির পাস ধরে ডি-বক্সে ঢুকে, দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাঁচজনের মাঝ দিয়ে দিয়াজ তার শটে গোলরক্ষককে পরাস্ত করেন। দিয়াজের গোলটি ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং রিয়ালকে জয়ী করার জন্য যথেষ্ট ছিল।

এখন, আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোতে পরবর্তী লেগটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল
ব্রাজিল কোচিংয়ের জন্য আনচেলত্তিকে প্রস্তাব, রিয়াল মাদ্রিদে থাকতে চান ইতালিয়ান কোচ
৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কট করব
স্পেনের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন রিয়াল মাদ্রিদের রাউল আসেন্সিও, বাদ গাভি
12