ম্যানসিটিকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরও শক্ত অবস্থান নিশ্চিত করেছে লিভারপুল। রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করেছে অলরেডরা। দলের জয়ের নায়ক ছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ, যিনি এক গোল করার পাশাপাশি আরেকটি গোলের সহায়তাও করেন।
এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে লিভারপুল ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান এখন ১১ পয়েন্ট, যদিও আর্সেনালের একটি ম্যাচ কম খেলা হয়েছে। অন্যদিকে, ৪৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি নেমে গেছে চতুর্থ স্থানে। টানা পাঁচবার লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে পেপ গার্দিওলার দলের, ফলে তাদের মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা।
ম্যাচের ১৪তম মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। কর্নার থেকে আসা বলে সালাহর নেওয়া শট সিটি ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে জালে প্রবেশ করে। চলতি মৌসুমে এটি ছিল সালাহর ২৫তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রেখেছে।
৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোস্লাই। সালাহর পাস থেকে সিটির রক্ষণ ভেদ করে তিনি সহজেই গোল করেন। দুই গোল খাওয়ার পর হতাশ সিটি সমর্থকদের অনেকে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে শুরু করেন।
এই জয়ের ফলে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো লিগের দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারানোর কৃতিত্ব অর্জন করল লিভারপুল। পাশাপাশি শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল ক্লপের দল।
মন্তব্য করুন