চ্যাম্পিয়ন্স ট্রফিতে শূন্য রানে ফিরলেন সৌম্য ও শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিং পিচে শুরুতেই সমস্যা পোহাতে হয় বাংলাদেশের। প্রথম ওভারের পঞ্চম বলে সৌম্য সরকার আউট হন, কোনো রান না করেই। পরবর্তী ওভারে শান্তকেও শূন্য রানে ফিরিয়ে দেন ভারতের বোলার হর্ষিত রানা। কোহলির হাতে শর্ট কাভারে ক্যাচ দিয়ে শান্ত ফিরে যান।
এই অবস্থায় তামিমের সঙ্গে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। দুই ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় মাত্র ২।
বাংলাদেশ দল তিনটি পেসার নিয়ে একাদশ সাজালেও, সুযোগ হয়নি নাহিদ রানা। ইনজুরির কারণে মাহমুদুল্লাহ রিয়াদও দলের বাইরে রয়েছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
জাগতিক /এস আই
মন্তব্য করুন