নেইমার জুনিয়রের সান্তোসে ফিরে আসা: ছয় মাসের চুক্তির পেছনে কারণ

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই সেখানে বিদায় নেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা, তবে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ মাত্র ছয় মাস।
সান্তোসের সঙ্গে নেইমারের এক বছরের ঐচ্ছিক চুক্তি রয়েছে। এর মানে হল যে পরিস্থিতি অনুকূলে থাকলে এবং নিজেকে ভালো অবস্থানে দেখতে পারলে তিনি আরও এক বছর এই ক্লাবে থাকতে পারবেন। ফর্মে ফিরলে নেইমারের ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার সম্ভাবনাও রয়েছে।
তবে নেইমারের বয়স ৩৩ বছর হওয়ায়, অনেকেই প্রশ্ন তুলেছেন কেন তিনি এত কম সময়ের জন্য চুক্তি করেছেন। এ প্রসঙ্গে নেইমার বলেন, "এই চুক্তি শুধু আমার এবং সান্তোসের জন্য নয়, এটি একে অপরকে সহায়তা করার চুক্তি। সান্তোস আমাকে আবার আনন্দ নিয়ে ফুটবল খেলার সুযোগ দিয়েছে। আমি চাই সান্তোস ঘুরে দাঁড়াক। তাই আমি দীর্ঘমেয়াদি চুক্তি করিনি, কারণ জানি না, সময় কেমন কাটবে, ফুটবল কতটা উপভোগ করব। ছয় মাসে অনেক কিছু ঘটতে পারে।"
নেইমার আরও জানিয়েছেন, এটি শুধুমাত্র ছয় মাসের প্রজেক্ট নয়, বরং দুই পক্ষেরই চুক্তি নবায়নের সম্ভাবনা রয়েছে। তিনি সান্তোসের জন্য আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেও কাজ করছেন এবং আশা করছেন, সান্তোস আবার ব্রাজিলিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরে আসবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন