কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি জয় লাভ করেছে বার্সেলোনা। সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে তারা রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে। ম্যাচের একমাত্র গোলটি আসে ২৮তম মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি থেকে, যা তাঁর এই মৌসুমে ২০তম গোল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়ার একটি শট ভ্যালেকানো গোলরক্ষক প্রতিহত করলেও লেভান্ডোভস্কির পেনাল্টি গোলেই এগিয়ে যায় কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি হলেও বার্সেলোনা আরও গোল করতে পারেনি। লেভান্ডোভস্কি ও রাফিনিয়া বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও গোলের দেখা পাননি। তবে, লেভান্ডোভস্কির একমাত্র গোলেই জয় পায় তারা।
এই জয়বার্সেলোনার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছানোর পথ সুগম করেছে। বর্তমানে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ (৫০ পয়েন্ট)। তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
বার্সেলোনার জন্য এই জয়টি লা লিগায় তাদের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষত রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জের মধ্যেও।
জাগতিক /এস আই
মন্তব্য করুন