logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২-১ ব্যবধানে আফগানিস্তানের সিরিজ জয়।

স্পোর্টস ডেস্ক

  ১২ নভেম্বর ২০২৪, ০০:৩০
ছবি: সংগৃহীত

আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে জয়ী হয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে। আফগানিস্তান ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান করে জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে আফগানিস্তান ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।

আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি ৭৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং বল হাতে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ১২০ বলে ১০১ রানের ইনিংস খেলে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।

বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ ৯৮ বলে ৯৮ রান করে দলের জন্য সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তবে বাংলাদেশের বোলাররা আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে যথেষ্ট চাপে ফেলতে ব্যর্থ হয়, যার ফলে আফগানিস্তান সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

এই ম্যাচে নাহিদ রানা ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন এবং বল হাতে ২টি উইকেট লাভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়