ওসাসুনার মাঠে ১০ জনের রিয়ালের ড্র

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে বড় হারে শিরোপা হারানোর পর জানুয়ারিতে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদ ফেব্রুয়ারিতে লা লিগায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মাসের প্রথম দুই ম্যাচের একটি হারে এবং অন্যটি ড্র করার পর আজ তৃতীয় ম্যাচে আবার পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, লা লিগার ২৪তম রাউন্ডে ওসাসুনার এল সাদার স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে আরও দুই পয়েন্ট হারায় রিয়াল। ম্যাচের ৩৯তম মিনিটে, ওসাসুনার কর্নারের পর রেফারি বেলিংহ্যামকে লাল কার্ড দেখান। রিপ্লেতে কোনো ফাউল না করলেও, রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে, সম্ভবত কোনো আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। এটি ছিল বেলিংহ্যামের রিয়ালে আসার পর দ্বিতীয় লাল কার্ড।
ম্যাচের ১৫তম মিনিটে এমবাপের গোলে রিয়াল এগিয়ে যায়। চোটের কারণে মূল ডিফেন্ডারদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে স্লাইড করে গোল করেন ফরাসি স্ট্রাইকার। তবে, বেলিংহ্যামের লাল কার্ডের পর ওসাসুনা সমতায় ফিরতে সক্ষম হয় ৫৮তম মিনিটে, যখন বুদিমির পেনাল্টি নেন। ক্রোয়েশিয়ান স্ট্রাইকারকে ডি-বক্সে ফাউল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা, যার জন্য ভিএআর-এর সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।
এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ ২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ের মাধ্যমে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে, তবে তাদের তিন নম্বরে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, এবং বার্সেলোনা সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন