logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭
ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের প্লে–অফ পর্বে ব্রেস্তকে ৩–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। পিএসজির এই জয় তাদের পরবর্তী পর্বে পৌঁছানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ম্যাচে উসমান দেম্বেলের দুর্দান্ত দুটি গোলের পাশাপাশি ভিতিনিয়া পেনাল্টি থেকে একটি গোল করেন, যা ব্রেস্তকে একেবারেই কোন প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি।

ব্রেস্ত কোচ এরিক রয় ম্যাচের আগে পিএসজিকে হারানোকে ‘মিশন ইমপসিবল’ বলে উল্লেখ করেছিলেন, তবে দেম্বেলের শাসনে ব্রেস্ত কোন প্রতিরোধ গড়তে পারেনি। পিএসজি তাদের মাঠে ৩–০ ব্যবধানে ব্রেস্তকে পরাজিত করে এবং চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করে।

এদিকে, জার্মান ক্লাব বারুসিয়া ডর্টমুন্ড এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও নিজেদের ম্যাচে জয় লাভ করেছে। ডর্টমুন্ড স্পোর্তিং লিসবনকে ৩–০ ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে। জুভেন্টাসও পিএসভি আইন্দহফেনকে ২–১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোতে যাওয়ার পথে একটি বড় পদক্ষেপ নিয়েছে।

এই তিন ক্লাব পিএসজি, ডর্টমুন্ড এবং জুভেন্টাস নিশ্চিত করেছে তাদের জায়গা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পিএসজির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপের
লেভানডস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারাল বার্সা
টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোকে টাইব্রেকে হারিয়ে শেষ আটে
12