logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয় ফুটবল দলে কে এই সাকিব আল হাসান?

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া এক নতুন নাম সবাইকে চমকে দিয়েছে—সাকিব আল হাসান! তবে এটি সেই বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব নন, বরং মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক সাকিব আল হাসান, যিনি গোলপোস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন কোচ ক্যাবরেরার স্কোয়াডে।

চলতি প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন এই তরুণ গোলরক্ষক। বিশেষ করে বসুন্ধরা কিংসের বিপক্ষে তার দুর্দান্ত সেভগুলোই তাকে আলোচনায় এনেছে। কিংসের বিপক্ষে লিগ ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলরক্ষক সুজন হোসেন ইনজুরিতে পড়লে মাঠে নামেন সাকিব। এরপর পুরো ম্যাচে কিংসের একের পর এক আক্রমণ ঠেকিয়ে মোহামেডানকে এনে দেন জয়। শুধু ওই ম্যাচেই নয়, মৌসুমজুড়ে যখনই মাঠে নেমেছেন, নিজেকে প্রমাণ করেছেন।

জাতীয় দলে ডাক পাওয়ার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবেই ছিলেন তিনি। সেখানে বসেই জানতে পারেন এই সুখবর। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব বলেন, "ভীষণ ভালো লাগছে। আব্বু-আম্মু শুনে খুব খুশি হয়েছেন। বলতে পারেন একটা স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছি। ক্যাম্পে যখন ডাক পেয়েছি, মূল দলে থাকারও চেষ্টা করব।"

২০ বছর বয়সী এই গোলরক্ষকের বাড়ি নওগাঁ। বিকেএসপির সাবেক ছাত্র সাকিব ঢাকায় দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালে। এরপর ২০২০-২১ মৌসুমে মোহামেডানে যোগ দেন। বিকেএসপির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে কোচদের নজরে আসেন তিনি। সেখান থেকেই মোহামেডানের মূল দলে জায়গা করে নেন এবং সময়ের সঙ্গে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

সাকিবের নাম নিয়ে আগে থেকেই কৌতূহল ছিল অনেকের। জন্মনিবন্ধন অনুযায়ী তার নাম ছিল মোহাম্মদ সাকিব হোসেন। তবে পঞ্চম শ্রেণির পিএসসি পরীক্ষার সময় স্কুলের এক শিক্ষক তার নাম পরিবর্তন করে ‘সাকিব আল হাসান’ লিখে দেন। এরপর থেকে এই নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। স্বাভাবিকভাবেই সবাই ক্রিকেটার সাকিবের সঙ্গে তার নাম মেলাতে থাকেন। এই বিষয়ে সাকিব বলেন, "সবাই জিজ্ঞেস করে, আমার নাম এমন কেন! ক্রিকেটের সাকিব আল হাসানের কথাও জিজ্ঞেস করে। নামের কারণেই হয়তো তিনিই আমার প্রিয় ক্রিকেটার হয়ে গেছেন।"

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আগামী মাসে। সেখানে তার পারফরম্যান্সই ঠিক করবে তিনি মূল দলে জায়গা পাবেন কি না। তরুণ এই গোলরক্ষক জাতীয় দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত, তবে স্বপ্ন দেখছেন আরও বড় কিছু করার।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
এক বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার
ক্রিকেটের বাইশ গজে কঠিন সময় পার করছে পাকিস্তান
বাংলাদেশ সফরের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড
তিন বৎসর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির
12