logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১২ বছর পর সান্তোসের জার্সিতে নেইমার, হয়েছেন ম্যাচ-সেরা

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮
ছবি: সংগৃহীত

১২ বছর ইউরোপ ও এশিয়া মাতানোর পর ব্রাজিলের সান্তোসে ফিরে এসেছেন নেইমার। ভিলা বেলমিরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সান্তোস ও বোতাফোগো এফসির ম্যাচে দর্শকরা উপচে পড়েন। যদিও নেইমারের সান্তোস এই ম্যাচে জয় পায়নি, তবে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। সান্তোস ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। নেইমার তার প্রত্যাবর্তন ম্যাচে সেরকম কোনো বড় পারফরম্যান্স দিতে না পারলেও দু-একটি ঝলক দেখিয়েছেন।

এখনও তিনি সান্তোসে ফিরেই সমর্থকদের মন জয় করেছেন। ইউরোপে যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জয় করেছিলেন নেইমার, যার মধ্যে রয়েছে ২০১১ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা। সেই সময় তাঁকে বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হতো।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর ২০১৭ সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২২ কোটি ২০ লাখ ইউরো (যা সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) দিয়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও ইনজুরির কারণে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলতে পারেন।

বর্তমানে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দিকে নজর রেখে ব্রাজিলেই ফেরেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে তার জন্য সুযোগ পেতে হলে তাকে ভালো পারফরম্যান্স করতে হবে। এখন দেখার বিষয়, ব্রাজিলে ফিরেই তিনি তার পুরনো ছন্দে ফিরে আসতে পারেন কিনা।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ব্রাজিল কোচিংয়ের জন্য আনচেলত্তিকে প্রস্তাব, রিয়াল মাদ্রিদে থাকতে চান ইতালিয়ান কোচ
আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
আর্জেন্টিনার গোলবন্যায় ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশাল জয়!
ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে ব্রাজিলের সামনে চ্যালেঞ্জ
12