রিয়াল মাদ্রিদের ম্যাচে এমবাপে ও বেলিংহ্যামের অনুপস্থিতি

আজ বুধবার রাতে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে, এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে পাবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি জানিয়েছেন, আসন্ন অ্যাতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে নজর রেখে দলের শারীরিক অবস্থা ধরে রাখার জন্য তিনি কিছু পরিবর্তন আনবেন।
এদিকে, ইতোমধ্যেই চোটের কারণে বাইরে আছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও, দানি কারভাহাল এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেছে ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের চোট।
এস্পানিওলের বিপক্ষে গত শনিবার ১-০ গোলে হারের পর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। পাশাপাশি, গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ জানায় ডিফেন্ডার ডাভিড আলাবা বাঁ পায়ে চোটপেয়েছেন, যে কারণে ১৩ মাস পর মাঠে ফেরার পর আবারও তাকে বাইরে থাকতে হতে পারে।
এটি রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় ধরনের শঙ্কা, কারণ আগামী শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামতে হবে। তাই এই ম্যাচে এমবাপে ও বেলিংহ্যামের বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না আনচেলত্তি।
জাগতিক /এস আই
মন্তব্য করুন