টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন রশিদ খানের

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিকের রেকর্ড এবার নিজের করে নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে আউট করে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর ৬৩১ উইকেটের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড স্থাপন করেন রশিদ।
২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে রশিদ খানের। তখন থেকেই তার ক্যারিয়ার উজ্জ্বল হতে থাকে। রশিদ খেলেছেন ৪৬১ টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে ব্র্যাভোকে ৬৩১ উইকেট পেতে খেলতে হয়েছিল ৫৮২ ম্যাচ। অর্থাৎ, ১২১ ম্যাচ কম খেলে রশিদ তার প্রতিদ্বন্দ্বী ব্র্যাভোকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন।
মঙ্গলবার, ম্যাচ শেষে রশিদ নিজের উইকেটের সংখ্যা ৬৩৩ এ নিয়ে যান, যখন তিনি দীনেশ কার্তিককে আউট করেন। তার এই অর্জন শুধু রেকর্ডের বিষয় নয়, বরং তার দল এমআই কেপটাউন এই ম্যাচটি জিতে আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে।
রশিদ খানটি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল ও প্রভাবশালী বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার স্পিন আক্রমণ ও ধারাবাহিকতার কারণে তিনি বিশ্ব ক্রিকেটে একটি আলাদা জায়গা করে নিয়েছেন। রশিদের এই নতুন মাইলফলক তার দৃষ্টিভঙ্গি এবং খেলার প্রতি একাগ্রতা নিয়ে বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছে।
এখন পর্যন্ত ৪৬১ ম্যাচে রশিদ ৬৩৩ উইকেট নিয়ে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন, যা তাকে বিশ্ব ক্রিকেটে অনুপ্রেরণা জোগাচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন