logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্রিকেটার এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

জাগতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮
ছবি: সংগৃহীত

বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া এনামুল হক বিজয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারকে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ করেছে।

এনামুলের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে তার দেশ ছাড়ার ব্যপারে কড়া নজরদারি রাখা হচ্ছে। তবে তদন্ত চলাকালীন সময়ের জন্য আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করা হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে এই নিষেধাজ্ঞা দ্রুতেই তুলে নেওয়া হবে।

শূধু এনামুলই নয়, রাজশাহী ছাড়া আরও তিন ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপরও নজরদারি রাখা হচ্ছে। বিপিএলের চলতি মৌসুমে এনামুল রাজশাহীর অধিনায়ক ছিলেন, কিন্তু দলের পারফরম্যান্সের কারণে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে রাজশাহী দলটি তাসকিন আহমেদের অধীনে খেলছে এবং এখনো প্লে অফে খেলার সুযোগ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন, বিসিবির পক্ষ থেকে সম্মাননা
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোনো রূপে ফিরছেন নাহিদ রানা
চিটাগং কিংসের রোমাঞ্চকর জয়ে শরীফুল-খালেদের মজার মুহূর্ত
বাংলাদেশের মেয়েদের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে
12