ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই বিসিবিতে একের পর এক পদত্যাগ ও পরিবর্তনের ঘটনা ঘটতে থাকে।
পাপন-পরবর্তী সময়ে বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে শনিবার রাতে বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটিতে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস ও নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এদিকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের তালিকা
ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান: নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান: ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান: সাইফুল আলম স্বপন চৌধুরি
গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান: ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান: আকরাম খান
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান: সাইফুল আলম স্বপন চৌধুরি
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান: মাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান: আকরাম খান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান: ফারুক আহমেদ
মেডিকেল কমিটির চেয়ারম্যান: মঞ্জুরুল আলম
টেন্ডার কমিটির চেয়ারম্যান: মাহবুব আনাম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান: ইফতেখার রহমান মিঠু
নতুন নেতৃত্বের অধীনে পরিচালকদের অনেকেই পদত্যাগ করেছেন। এ তালিকায় আছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও বোর্ড থেকে পদত্যাগ করেছেন।
জালাল ইউনুস এবং সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বোর্ডে যুক্ত হয়েছেন। তবে পদত্যাগ করা বাকিদের জায়গায় এখনও কাউকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
বিসিবিতে এই পরিবর্তন কেবল নতুন নেতৃত্ব নয়, ক্রিকেট পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি আনার সম্ভাবনা জাগিয়েছে। নতুন কমিটির কার্যক্রম এবং সিদ্ধান্তগুলো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাগতিক /এস আই
মন্তব্য করুন