logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো বাংলাদেশ নারী দল 

অনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৮
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় টাইগ্রেসরা। ১১৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ ওভার ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় প্রতিপক্ষ।
এই হারের ফলে বাংলাদেশ সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হারায় এবং ২-১ ব্যবধানে সিরিজও খুঁইয়েছে। এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে ছয় দলের বাছাইপর্বে খেলতে হবে। সেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামাল দিতে ফারজানা হক ও শারমিন আক্তার দ্বিতীয় উইকেটে ৫৪ রানের একটি পার্টনারশিপ গড়েন। তবে ধীরগতিতে রান তুলতে থাকা ফারজানা ২২ রান করে বিদায় নিলে চাপে পড়ে দল। শারমিন আউট হন ৩৭ রানে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা।
দলকে লড়াই করার মতো স্কোর দিতে পারেননি কেউ। সোবহানা মোস্তারি সর্বোচ্চ ২৫ রান করেন ৬২ বলে। তবে তার ইনিংসও যথেষ্ট ছিল না। পুরো দল মাত্র ১১৮ রানে অলআউট হয়।

১১৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। কোনো চাপে না পড়েই তারা ২২ ওভার ৩ বলের মধ্যেই জয় তুলে নেয়।
এই হারের ফলে বাংলাদেশ সিরিজে ২-১ ব্যবধানে হার মানে। পাশাপাশি সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যায়।

এখন ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে ছয় দলের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার টিকিট পাবে। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি চমকপ্রদ পারফরম্যান্স করতে পারে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো দলগুলো।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপে জায়গা পেতে হলে বাংলাদেশ দলকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে। দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে এবং বাছাইপর্বে প্রতিপক্ষের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যেতে পারে তামিম
ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের কংক্রিট বিম ধসে ৫ নিহত, ২৭ আহত
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত ২৩
ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
12