logo
  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বিশ্বকাপে খেলার স্বপ্নে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৯
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয় পেলেই ২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

ওয়ানডে ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। সমান ২১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে ছয়ে। আজকের ম্যাচে পয়েন্ট পেলেই বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ ছয়ে জায়গা করে নেবে।

২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকিরা বাছাইপউত্তীর্ণ হয়ে বিশ্বকাপ খেলবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশের। ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় ক্যারিয়ানদের। প্রতিপক্ষকে ১২৪ রানে অলআউট করে ম্যাচ জিয়ে নেয় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে আজকের ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।

জয়ের জন্য আত্মবিশ্বাসী জ্যোতি ও নাহিদারা দেশের ক্রিকেটপ্রেমীদের আশা পূরণ করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়