পাকিস্তান সুপার লিগ
লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন
বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। সিলভার ক্যাটাগরি থেকে ২৫ হাজার ডলারে (প্রায় ৩০ লাখ টাকা) তাকে দলে ভিড়িয়েছে দুইবারের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
সম্প্রতি, লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে পিএসএলে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন তিনি। রিশাদ বলেন, “পিএসএলে দল পেয়ে আমি আনন্দিত। আমি এই সুযোগ কাজে লাগাতে চাই এবং আমার সর্বোচ্চ দিয়ে দলকে শিরোপা জেতাতে চাই। সমর্থকদের পাশে থাকার অনুরোধ করছি।”
২২ বছর বয়সি রিশাদ ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন। একই বছরের ডিসেম্বরে ওয়ানডে অভিষেকের পর জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
চলমান বিপিএলেও ব্যাট-বলে দারুণ পারফর্ম করছেন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে চট্টগ্রাম পর্বে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
পিএসএলের আগে রিশাদ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ থেকে প্রস্তাব পেলেও বিপিএলের কারণে তা ফিরিয়ে দেন।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ৭ ম্যাচে ৫ উইকেট এবং ২০ টি-টোয়েন্টিতে ৩৮ উইকেট নিয়েছেন রিশাদ। তার সাম্প্রতিক পারফরম্যান্স লাহোর কালান্দার্সের হয়ে তার প্রথম পিএসএল মৌসুমে নজরকাড়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন