বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব বাড়ছে
এমসিসি ২০০৬ সালে প্রথম ক্রিকেট কমিটি চালু করেছিল, যা পরে ডিআরএস, গোলাপি বলে দিবারাত্রির টেস্ট এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছিল। নতুন গঠিত অ্যাডভাইজরি বোর্ডও ক্রিকেটের বিভিন্ন নীতি ও উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে কাজ করবে।
এমসিসির চেয়ারম্যান মার্ক নিকোলাস বলেছেন, “ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড গঠনের মাধ্যমে আমরা ক্রিকেটের সেরা চিন্তাবিদদের একত্রিত করেছি। এই বোর্ড খেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন এই বোর্ডের সদস্যরা হলেন:
কুমার সাঙ্গাকারা (চেয়ারম্যান)
সৌরভ গাঙ্গুলী (সাবেক ভারতীয় অধিনায়ক)
জয় শাহ (আইসিসি চেয়ারম্যান)
হিদার নাইট (ইংল্যান্ড নারী দলের অধিনায়ক)
গ্রায়েম স্মিথ (সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক)
মেল জোন্স (সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার)
অ্যান্ড্রু স্ট্রাউস (সাবেক ইংল্যান্ড অধিনায়ক) প্রমুখ।
বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারণে এই নতুন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন